গণেশ পূজা ও বাংলা নববর্ষকে ঘিরে আনন্দে মাতোয়ারা শহরবাসী
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : রবিবার গণেশ পূজা ও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মানুষ আনন্দে মেতে উঠেছেন। শিলচরের বিভিন্ন ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ প্রত্যেকের ঘরে মানুষকে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় বিলীন থাকতে দেখা গেছে। শুধু তাই নয় শহরের হাট বাজারেও মানুষকে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।
এদিন ফাটক বাজার, ন্যাশনাল হাইওয়ে বাজার ও তারাপুর বাজার সহ অন্যান্য এলাকায় দূরদূরান্ত থেকে আসা জনগণ জমায়েত হয়ে মাছ মাংস সহ অন্যান্য খাবার সামগ্রী ক্রয় করেছেন। ঘরে ঘরে এদিন তৈরী হয়েছে নানান সুস্বাধু খাবার। বাংলা নববর্ষ ও গণেশ পূজা বাঙালির কাছে এক বিশেষ দিন। এই শুভ দিনটিকে স্মরণীয় করে তুলতে শিলচরের বেশ কিছু এলাকায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে আয়োজিত করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নৃত্য, সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি অন্যান্য নানা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কলা-সংস্কৃতিকেও এদিন তুলে ধরছেন বিভিন্ন শিল্পীরা। তবে সব মিলিয়ে গেণশ পূজা ও বর্ষবরণ উৎসব পালনে আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা বরাক উপত্যকা সহ গ্রাম কাছাড়ের জনগণ।