চাঁদা তুলে বাঁধের কাজে হাত দিলেন খাসিপুরের জনগণ

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : কাছাড় জেলার খাসিপুরে চাঁদা তুলে বাঁধের কাজে হাত দিলেন স্থানীয় জনগণ। উন্নয়ণগামী সরকারের আমলে আজও রাস্তা ও বাঁধের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে কাছাড় জেলার উধারবন্দ কেন্দ্রের খাসিপুর দ্বিতীয় খণ্ড বরইগ্রাম এলাকার জনগণের। বন্যার সময়ে হাঁটুজল সহ কাঁদায় থৈ থৈ হয়ে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই ইঅ্যান্ডডি রাস্তাটি শতাধিক মানুষের চলাফেরা করার একমাত্র ভরসা। বর্ষার মরশুমে নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে এলাকার আমজনতা বারকয়েক জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালেও শুধু আশ্বাস ছাড়া কোন সুরাহা মিলেনি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে এমনকি নিজেরাই হাত লাগিয়ে রাস্তা নিমার্ণে নেমে লেগে পড়েন।

চাঁদা তুলে বাঁধের কাজে হাত দিলেন খাসিপুরের জনগণ

প্রাক্তন পঞ্চায়েত রিয়াজুল হক মজুমদার, কাউসার ফরিদ লস্কর, রেজাউর রহমান, সেবুল হোসেন, মিনাজ হোসেন মজুমদার, এনামুল হোসেন, সফর উদ্দিন লস্কর, কাদির লস্কর, অলিউল ইসলাম লস্কররা নিজেদের দুঃখ-দুর্দ্দশার কথা তুলে ধরে বলেন, দুর্দশা মিটাতে বারকয়েক আমরা জনপ্রতিনিধির সঙ্গে দেখা করেন। শুধু আশ্বাস ছাড়া আর কিছুই পাননি। তাই এইসব আশ্বাসের কথা ছেড়ে বাধ্য হয়ে তাঁরা চাঁদা তুলে এবং নিজেরাই হাত লাগিয়ে রাস্তার তৈরির কাজে নেমে পড়েছেন।

চাঁদা তুলে বাঁধের কাজে হাত দিলেন খাসিপুরের জনগণ
Spread the News
error: Content is protected !!