মদ, জুয়া ও অশ্লীলতার অবাধ প্রচারে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত, অভিমত
বরাক তরঙ্গ, ১১ মার্চ : আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে আলোচনা সভা ও মিছিলের আয়োজন করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। সোমবার কাছাড় জেলা কমিটি শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করে।
বর্ষীয়ান মহিলা সংগঠক রেখা ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কস্তুরী হোম চৌধুরী, অধ্যাপক সুমিতা ঘোষ, প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও সংগঠনের জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি প্রমুখ। বক্তরা লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন ইত্যাদি ঘটনা সবিস্তারে আলোচনা করেন। তাঁরা মহিলাদের উপর সংঘটিত অপরাধ দমনে সরকারের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন। বক্তারা বলেন, মদ, জুয়া ও অশ্লীলতার অবাধ প্রচার ও প্রসার মহিলাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। এসব অবিলম্বে বন্ধ করতে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান। সভায় প্রথমে নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।
আলোচনা সভা শেষে মহিলাদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে একটি মিছিল মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে সেন্টাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে পুনরায় হলে ফিরে আসে।