নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪
৫ আগস্ট : ইয়েমেনের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই ঘটনায় এখনও ৭৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। বিবিসি জানায়, গত রবিবার সন্ধ্যায় ইয়েমেনের আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।
আইওএমের তথ্যানুযায়ী, প্রায় ১৫৭ অভিবাসীকে বহনকারী নৌকাটির উদ্ধার অভিযান এখনও চলছে। আইওএম ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ জানান, নৌকাটি মানব পাচারকারীদের ব্যবহৃত একটি বিপজ্জনক রুটে যাত্রা করছিল। ভবিষ্যতের উন্নত জীবনের আশায় সৌদি আরবের দিকে যাত্রা করা অভিবাসীদের জন্য ইয়েমেন একটি জনপ্রিয় ট্রানজিট দেশ। আইওএমের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে এই রুটে শত শত মানুষ নৌকাডুবিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।