গাজায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ছড়ালো

গাজায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ছড়ালো

১২ ফেব্রুয়ারি : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে করে গাজায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ২০০ ছাড়িয়েছে।

মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালিয়ে আরও ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২১৯ জনে পৌঁছেছে।

গাজায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ছড়ালো

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ইজরায়েলি গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬৬৫ জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।

Author

Spread the News