চলছে শেষ দফার নির্বাচন, প্রার্থীর সংখ্যা ৯০৭
১ জুন : শনিবার সপ্তম তথা শেষ দফা দেশের ৫৭ আসনে চলছে ভোট (Lok sabha election 2024)। পশ্চিমবঙ্গের ৯ আসন রয়েছে এই তালিকায়। সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোট হবে শেষ দফায়। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত দেশের ৫৭টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ২৬.৩০ শতাংশ।
বিহারের (Bihar) পটনার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সঙ্গে ছিলেন স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী এবং কন্যা তথা সারণ কেন্দ্রের প্রার্থী রোহিণী আচার্য।
উত্তরপ্রদেশের (Uttat Pradesh) গোরক্ষপুরে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘৪ জুন, আরও এক বার মোদি সরকার প্রতিষ্ঠিত হবে।’
হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিলাসপুরে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ‘নির্ভরশীল ভারতের’ পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটদাতাদের আহ্বান জানান তিনি।
পঞ্জাবের (Punjab) জালন্ধর কেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা আপের রাজ্যসভার সাংসদ হরভজন সিং। পঞ্জাবের আনন্দপুর সাহিব লোকসভা কেন্দ্রের সাহেবজাদা অজিত সিংহ নগরে ভোট দিলেন আপের রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা।