সর্বোচ্চ ব্যবধানে জয়ের নয়া রেকর্ড পাঁচ প্রার্থীর

৫ জুন : বিজেপির চারজন সহ পাঁচজন প্রার্থী লোকসভা নির্বাচনে সর্বোচ্চ জয়ের ব্যবধানে পূর্ববর্তী রেকর্ডটি গুঁড়িয়ে দিয়েছেন। ১১.৭২ ইন্দোরের বর্তমান সাংসদ বিজেপির শঙ্কর লালওয়ানি ১১,৭৫,০৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তালিকার শীর্ষে রয়েছেন। তিনি হারিয়েছেন বিএসপি প্রার্থী সঞ্জয়কে। তাঁর প্রাপ্ত ভোট হল ৫১,৬৫৯।

দ্বিতীয় স্থানে রয়েছেন অসমের কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন। তিনি ধুবড়ি থেকে ১৪,৭১,৮৮৫ ভোটে জয়ী হন। তিনি পরাজিত করেছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে। আজলম পেয়েছেন ৪,৫৯,৪০৯ ভোট। ব্যবধান ছিল ১০,১২,৪৭৬ ভোটের। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে ৮,২১,৪০৮ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী কংগ্রেসের প্রতাপভানু শমা পেয়েছেন ২,৯৫,০৫২ ভোট।

চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করেন বিজেপির সিআর পাটিল। তিনি গুজরাটের নভসারি থেকে ৭,৭৩,৫৫১ ভোটে জয়ী হন। প্রাপ্ত ভোট হল ১০,৩১,০৬৫। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী এনবি দেশাই পেয়েছেন ২,৫৭,৫১৪ ভোট।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগর থেকে ৭,৪৪,৭১৬ ভোটের ব্যবধানে জিতেছেন। ভোট পেয়েছেন ১০,১০,৯৭২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী এসআর প্যাটেল পান ২,৬৬,২৫৬টি ভোট।

উল্লেখ্য, সর্বোচ্চ জয়ের ব্যবধানে আগের রেকর্ডটি ছিল বিজেপির প্রীতম মুন্ডের। তিনি ২০১৪ সালে মহারাষ্ট্রের বিড থেকে ৬.৯৬ লক্ষেরও বেশি ভোটে একটি উপনির্বাচনে জিতেছিলেন।

Author

Spread the News