পুরানো কার্ডের বদলে নয়া প্যানকার্ড, থাকবে কিউআর কোড

২৬ নভেম্বর : বড় ঘোষণা কেন্দ্রের। আসতে চলেছে PAN 2.0, পুরনো প‍্যানকার্ডের সুরক্ষা বাড়িয়ে আরও আধুনিকীকরণের জন‍্যই সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই নয়া প্রকল্প। এবার বদলে ফেলতে হবে আপনার প্যানকার্ড।

কেন্দ্রীয় তথ‍্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন প‍্যানকার্ডে থাকবে কিউআর কোড। সব ব্যক্তিগত তথ্য থাকবে সুরক্ষিত। বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশন করা যাবে। আধুনিকীকরনের সব খরচ বহন করবে সরকারই। ইজ অফ ডুইং বিজনেসের জন‍্য এ হেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

কেন্দ্রের তরফে এ-ও জানানো হয়েছে, আসন্ন প্যান ২.০ প্রকল্প বর্তমান প্যান ব্যবস্থার একটি উন্নত রূপ হিসাবে চালু করা হবে। অশ্বিনী আরও ব্যাখ্যা করেছেন, নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউ আর কোড থাকবে।

পুরানো কার্ডের বদলে নয়া প্যানকার্ড, থাকবে কিউআর কোড
Spread the News
error: Content is protected !!