ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনে চুরি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনে চুরির ঘটনা ঘটল। নগদ অর্থ সহ মোবাইল ফোন হাতিয়ে নিল চোরের দল। সোমবার রাতে লেনের প্রণব রায়ের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার প্রণব রায়ের পুত্র জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র সব এলোমেলো রয়েছে। এরপর বাইরে গিয়ে দেখতে পান আলমারির জিনিসপত্র সহ কাগজপত্র ও ব্যাগ পড়ে রয়েছে।
তিনি জানান, নগদ ৬০ হাজার টাকা, মোবাইল ও দু’টা ঘড়ি নিয়ে পালিয়ে যায় চোরের দল। তিনি শিলচর রাঙ্গিরখাড়ি আউট পোস্টে গিয়ে চুরির মামলা দায়ের করেন। ঘটনাস্থলে রাঙ্গিরখাড়ি আউট পোস্টের ইনচার্জ দলবল নিয়ে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।
