লক্ষীপুরের মরাগাঙে দুই সম্প্রদায়ের মারপিটে উত্তপ্ত, জাতীয় সড়ক স্তব্ধ

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩ মে : কাছাড়ের লক্ষীপুর থানা অধীন মরাগাঙ এলাকায় দুই সম্প্রদায়ের মারপিটে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে পয়লাপুর সংলগ্ন মরাগাঙ গ্রামে তারাপুর চা-বাগানের হাজার হাজার লোক আক্রমণ চালায়। পাশাপাশি উত্তেজিত জনতা অসম-মণিপুর জাতীয় সড়ক দখল করে বসেন। এতে সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন ধরেছে।

মারপিটের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তবে উত্তেজিত জনতা কোন কিছু না মেনে সড়কের উপর অবস্থান করেছেন।

এ দিকে, স্থানীয় সূত্রে জানা যায়, আক্রমণে মরাগাঙের চার-পাঁচ জন লোক জখম হয়েছেন। দুই সম্প্রদায়ের স্কুল পড়ুয়ার ঝগড়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে জানা যায়। তবে সাম্প্রদায়িক হিংসার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা এখনও বোঝা যায়নি।

Author

Spread the News