রেলে কাটা পড়ে মৃত্যু গ্যাংম্যানের, শোক

বরাক তরঙ্গ, ২৫ মে : রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক কর্মচারীর। চাঞ্চল্যকর এ ঘটনা সংঘটিত হয়েছে শিলচর শহরতলী অরুণাচল (মাছিমপুর) রেলস্টেশনে। হত যুবকের নাম শ্যামাপ্রসাদ চক্রবর্তী ওরফে রাজু। রেল বিভাগের গ্যাংম্যান পদে কর্মরত ছিলেন তিনি।শিলচর কুমারপাড়া টিকর গ্রামের প্রয়াত বিধুভূষণ চক্রবর্তীর একমাত্র পুত্র শ্যামাপ্রসাদ।

রেলে কাটা পড়ে মৃত্যু গ্যাংম্যানের, শোক

জানাগেছে, শনিবার সন্ধ্যা নাগাদ ঘটেছে এ ঘটনা। এদিন শিলচর থেকে অভিমুখে যাচ্ছিল আগরতলা এক্সপ্রেস। অরুণাচল এলাকায় ছিল বাজার। ঠিক সেসময় রেল লাইন যখন অরুণাচল রেলস্টেশনে ঢুকে, সেসময় এ দুর্ঘটনা ঘটে। পরে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়।

এদিকে, একমাত্র পুত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একমাত্র পুত্রকে হারিয়ে একপ্রকার নিঃস্ব হয়েছেন শ্যামাপ্রসাদের বিধবা মা।

রেলে কাটা পড়ে মৃত্যু গ্যাংম্যানের, শোক
Spread the News
error: Content is protected !!