শালচাপড়ায় বাঁধ মেরামতের কাজ পরিদর্শন মন্ত্রী হাজরিকার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সূচী অনুযায়ী শিলচরে পৌঁছলেন জলসম্পদ ও তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিক। শুক্রবার বিকেলে শিলচর পৌঁছে জলসম্পদ বিভাগের শিলচর সংমণ্ডলের অধীনস্থ গাগরাপার-শালচাপড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ইঅ্যান্ডডি বাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন মন্ত্রী হাজরিকা। সম্প্রতি বন্যায় ভেঙে যায় বাঁধটি। বাঁধের কাজ চলাকালীন বন্যার কবলে পড়লে ফের ভেঙে যায়। বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।
বন্যার জলে ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী। অত্যাধুনিক ২৫ মিটারের মতো দৈর্ঘ্য জিআরটিউবের সহায়তায় ভেঙে যাওয়া বাঁধের এই অংশ সঠিক ও শক্তভাবে মেরামতি করার নির্দেশ দেন মন্ত্রী পীযূষ হাজরিকা। ফের এই অংশ দিয়ে বাড়তি জল প্রবেশ করে বাঁধের ক্ষতি না করতে পারে। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, বিজেপি নেতা কণাদ পুরকায়স্থ, জল সম্পদ বিভাগের প্রকৌশলী সহ বিভাগীয় কর্মকর্তারা।