বাড়িতে তৈরি বাংকার, কাঁটাতারের বেড়া দিলেন মন্ত্রী
২০ নভেম্বর : মণিপুরের ক্যাবিনেট মন্ত্রী লেইশাংথেম সুসিন্দ্রো মেইতি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন তাঁর বাড়ি। খুরাইয়ের বিজেপি বিধায়ক মিঃ মেইতিও তাঁর বাড়িতে একটি বাংকার তৈরি করেছেন। মণিপুরে বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীদের বাসভবনে হামলার ঘটনার পরেই নিজেদের বাড়ির নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ তাঁদের।
প্রসঙ্গত, মণিপুর (Manipur) গত সপ্তাহে নতুনভাবে সহিংসতার সাক্ষী থেকেছে। এর আগে গত বছরের ৩ মে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ফলে ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন এবং বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় ৬০,০০০ লোক। সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভকারীরা শনিবার বেশ কিছু বিধায়ক এবং মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। এমনকি কিছু উত্তেজিত জনতা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ব্যক্তিগত বাসভবনে ঢোকারও চেষ্টা করে বলে সূত্রের খবর। এই মুহূর্তে ইম্ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে বীরেন সিংয়ের বাসভবন এবং রাজভবনের আশেপাশে। ওই এলাকায় যানবাহনের চলাচলও সীমিত করা হয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।