যৌথবাহিনীর অভিযানে খতম ৮ মাওবাদী

২১ এপ্রিল : ঝাড়খণ্ডের বোকারোর গভীর জঙ্গলে যৌথবাহিনীর অভিযানে খতম ৮ মাওবাদী। তার মধ্যে একজন মোস্ট ওয়ান্টেড মাও নেতাও রয়েছে। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা।

সিআরপিএফ এবং বোকারো জেলা পুলিশের যৌথ অভিযানে সোমবার ভোরে নিকেশ হয় ৮ মাওবাদী। এদিন বোকারোর লালপানিয়া থানার লুগু পাহাড়ের জঙ্গলে মাওবাদীদের সশস্ত্র একটি দলের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে ২টি রাইফেল, একটি এসএলআর, একটি পিস্তল।

বোকারো জেলা পুলিশের এক কর্তা জানান, গোপন সূত্রে খবর আসে লুগু পাহাড়ে মাওবাদীদের সশস্ত্র একটি দল ডেরা বেঁধেছে। সেইমতো ভোরে অভিযান শুরু হয়। এলাকা ঘিরে গুলি ছুড়তে শুরু করে যৌথবাহিনী। পালটা গুলি ছোড়ে মাওবাদীরাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম ৮ মাওবাদী।

জেলা পুলিশের অন্য এক কর্তা জানান, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই এখনও চলছে। ওই এলাকায় মালবাহী ট্রাক সহ সব গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গল ঘিরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

যৌথবাহিনীর অভিযানে খতম ৮ মাওবাদী

Author

Spread the News