মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাকের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নবযুগের সূচনা

কাছাড়ের ছোটমামদা হাসপাতালে সফল সিজার____

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মে : বরাক উপত্যকার স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হলো এক নতুন মাইলফলক। কাছাড় জেলার ছোটমামদা মডেল হাসপাতালে ২০ মে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হল সিজারিয়ান অপারেশন, যা শুধু চিকিৎসা নয়, সামাজিক অগ্রগতিরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কৃতিত্বপূর্ণ সাফল্যকে ঘিরে মঙ্গলবার, জেলা আয়ুক্ত কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্য পর্যালোচনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়।

মন্ত্রী রায় তাঁর বক্তব্যে ছোটমামদা হাসপাতালের এই সফল সিজারিয়ান অপারেশনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, “এই অর্জন প্রমাণ করে, আমাদের সরকার প্রতিটি মায়ের জন্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গম অঞ্চলেও আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে আমাদের স্বাস্থ্যকর্মীরা যে নিষ্ঠা ও দক্ষতা নিয়ে কাজ করছেন, তা অনন্য।”

তিনি জোর দিয়ে বলেন, শুধু চিকিৎসা পরিসেবা নয়, সামাজিক ন্যায়বিচার ও মানবিক সহানুভূতির প্রতীক হয়ে উঠেছে এই হাসপাতাল। জাতীয় স্বাস্থ্য মিশনের সহায়তায় চলমান নির্মাণাধীন স্বাস্থ্যকেন্দ্রগুলিকে দ্রুত চালু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চা-বাগান এবং গ্রামীণ অঞ্চলগুলিতে স্বাস্থ্যসেবার পরিপূর্ণ বিস্তারে এই কেন্দ্রগুলির সময়মতো কার্যকর হওয়া অত্যন্ত জরুরি।”

মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাকের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নবযুগের সূচনা

মন্ত্রী কৌশিক রায় বিশেষভাবে চা শ্রমিক নারীদের কল্যাণে চা বাগানের মজুরি ক্ষতিপূরণ প্রকল্প কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন গর্ভবতী চা শ্রমিকও যেন এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক  মিসবাহুল ইসলাম লস্কর এবং স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা। সভার বিশেষ আকর্ষণ ছিল চিকিৎসক, নার্স এবং সহায়ক স্বাস্থ্যকর্মীদের সম্মাননা প্রদান পর্ব, যেখানে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা তুলে দেন মন্ত্রী রায়সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাকের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নবযুগের সূচনা

এখানে বিশেষ ভাবে উল্লেখ করা যেতে পারে, ছোটমামদা মডেল হাসপাতালের এই সাফল্যের নেপথ্যে ছিল মন্ত্রী কৌশিক রায়ের দূরদর্শী নেতৃত্ব ও সক্রিয় তৎপরতা। হাসপাতাল চত্বরে আধুনিক আবাসন, ব্লক পাবলিক হেলথ ইউনিটের মতো পরিকাঠামোগত উন্নয়নের নেপথ্যেও রয়েছে তাঁর প্রত্যক্ষ ভূমিকা।

ছোটমামদা হাসপাতালের এই সাফল্য কেবল একটি চিকিৎসা পরিষেবার সূচনা নয়, এটি প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য এক আশার আলো। মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাক উপত্যকায় স্বাস্থ্যসেবার এক নতুন যুগের সূচনা।

Spread the News
error: Content is protected !!