কুয়েতের আমির প্রয়াত, দায়িত্বে সৎ ভাই ক্রাউন প্রিন্স শেখ মেশাল
১৭ ডিসেম্বর : কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স ৮৩ বছর বয়সি শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা করে দেশটির মন্ত্রিসভা।
৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।
সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।