সোনাইয়ে পাটোয়ারীর বিরুদ্ধে থানায় মামলা জমি মালিকের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ জুলাই : দাবি মতো মোটা টাকা না দেওয়ায় জমি বিক্রির অনুমতি পেলেন জমি মালিক। এমন গুরুতর অভিযোগ এনে সোনাই থানায় এক পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন জমি মালিক। এনিয়ে  চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার শিলচর সদর থানা অধীন বাদ্রিপার তৃতীয় খণ্ডের নারায়ণ রবিদাস নামের জমি মালিক সোনাই সার্কল অফিসের পাটোয়ারী শিশির দাসের বিরুদ্ধে এজাহার জমা দেন। এতে তিনি বলেন, গ্রামে দাদার জমিতে থাকা তাঁর ও খুড়তুতো বোনের নাম রয়েছে। ফলে তাঁর অংশের জমি বিক্রয়ের জন্য আবেদন করলে সংশ্লিস্ট পাটোয়ারী আপত্তি আছে বলে ডিমারকেশন করার কথা বলেন। এতে তিনি ডিমারকেশনের আবেদন জমা দেন। কিন্তু তিনি জানতে পারেন চাচাতো বোন জমি বিক্রয়ের অনুমতি পেয়ে গেছেন। এরপর তিনি শিশির দাস পাটোয়ারীর সঙ্গে আবার যোগাযোগ করলে ১ লক্ষ টাকা দেওয়ার জন্য বলেন। কিন্তু মোটা টাকা না দিয়ে পালিত গরু বিক্রি করে ১৮ হাজার টাকা পাটোয়ারীকে দেন। কিন্তু সংশ্লিষ্ট পাটোয়ারী তাঁর দাবি মতো টাকা না দেওয়ায় জমি বিক্রয়ের অনুমতি পত্র আটকে দেন। কয়েকদিন ঘোরাঘুরির সোনাই সার্কল অফিসারের নজরে দেন। এরপরও তাঁর কোনও সুরাহা না হওয়ায় আইনি দ্বারস্থ হয়েছেন বলে জানান নারায়ণ রবিদাস।
   
এদিকে, সোনাই সার্কেল অফিসের লট পাটোয়ারী শিশির দাস উত্তাপিত এই অভিযোগ গুলোকে অস্বীকার করে জানান, অভিযোগকারীরা উল্টো তাকে অনৈতিক বিভিন্ন ভাবে চাপ দিয়েছিল।  তাদের প্ররোচনায় না পড়ায় মিথ্যা তাঁর উপর ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন।

Author

Spread the News