তোরণে পুজোর ব্যানার বাংলা, ছিঁড়ে ফেলল লাচিত সেনারা

তোরণে পুজোর ব্যানার বাংলা, ছিঁড়ে ফেলল লাচিত সেনারা

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : পুজোর ব্যানারে বাংলা ভাষা থাকার কারণে ক্ষেপে গেল লাচিত সেনা। তোরণ থেকে ব্যানার ছিঁড়ে ফেলল লাতির সেনা। ঘটনাটি ঘটে মহাসপ্তমীর দিনে নগাঁওয়ের হবরগাঁও অঞ্চলে। ওই এলাকার শাস্ত্রীনগর সর্বজনীন পূজাবাড়ির তোরণের ব্যানারটি ছিল বাংলা অক্ষরে।

তোরণে পুজোর ব্যানার বাংলা, ছিঁড়ে ফেলল লাচিত সেনারা

এ খবর পেয়ে লাচিত সেনারা পৌঁছে প্রথমে উত্তেজিতভাবে কথা বলে। এরপর তারা নিজেই তোরণটি ভেঙ্গে ফেলার প্রয়াস চালায়। এবং শেষ পর্যন্ত তোরণের বাঁশ খুলতে যায়। কমিটির এক কর্মকর্তা বারবার অনুরোধ করলেও কোন পাত্তা দেয়নি তারা। অবশেষে তোরণে থাকা ব্যানারটি দা দিয়ে কেটে নামিয়ে নেয় এবং ছিঁড়ে ফেলে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমিয়া ভাষার প্রতি সম্মান জানানোর আহ্বান জানায়।

Author

Spread the News