জাতীয় ক্রীড়া দিবস পালন বাকসের করিমগঞ্জ শাখার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবারও ২৯ আগস্ট ভারতীয় হকির যাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থার করিমগঞ্জ শাখার উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস সাড়ম্বরে পালন করা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন করিমগঞ্জ বাকস শাখার সভাপতি জাকির হোসেন। সভায় প্রথমে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান দান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন করিমগঞ্জ ডিএসএসর সচিব সুদীপ চক্রবর্তী, বাকস সংস্থার সভাপতি জাকির হোসেন, সম্পাদক যীশু শুক্লবৈদ্য সহ বাকসের অন্যান্যরা কর্মকর্তারা। তারপর আমন্ত্রিত অতিথি ডিএসএর সচিব সুদীপ চক্রবর্তীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করেন সাংবাদিক অরূপ রতন চক্রবর্তী। পরে করিমগঞ্জে আমন্ত্রমূলক ফুটবল এবং সম্ভাবনা বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই বিষয়ের উপর অতিথি ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী তার প্রতিক্রিয়া ব্যাখ্যা করে বলেন, দীর্ঘ ৩০ বছর করিমগঞ্জে আমন্ত্রণমূলক কোন ফুটবল আয়োজন করা যায়নি। এবার সব দিক খোঁজ খবর নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়।আসলে আগে ডিএসএর ব্যানারে আরকে জৈন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। অংশ  গ্রহণকারী ক্লাব দলকে স্কুলের রুমে থাকার জায়গা করে দেওয়া হতো। কিন্তু আজকাল এরকম কেউ থাকতে চায় না। সব দলকে হোটেল ব্যবস্থা করে দিতে হয়। তাই টুর্নামেন্টে করাতে বিশাল খরচের ব্যয় -বারের জন্য কেউ পদক্ষেপ নিতে  সাহস করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

করিমগঞ্জ ডিএসএ ক্লাব হাউসে আয়োজিত ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাক্সের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ সভাপতি অরূপ রতন চক্রবর্তী, প্রেসক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায়, করিমগঞ্জ বাকস শাখার সভাপতি জাকির হোসেন, সম্পাদক  যীশু শুক্লবৈদ্য, খয়রুল আলম চৌধুরী , মাছুম চৌধুরী, সুদীপ রায় সহ অনেক। শেষে সম্পাদক যীশু শুক্লবৈদ্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার পরই সভা সমাপ্তি হয়।

জাতীয় ক্রীড়া দিবস পালন বাকসের করিমগঞ্জ শাখার
জাতীয় ক্রীড়া দিবস পালন বাকসের করিমগঞ্জ শাখার

Author

Spread the News