খতিয়ে দেখা হবে বিচারপতির কল রেকর্ড! সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, সর্বদলের ডাক ধনকরের
২৫ মার্চ : নগদকাণ্ডে অভিযুক্ত দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি। জিজ্ঞাসাবাদ করা হবে দমকল বিভাগের কর্মীদেরও। পাশাপাশি এনিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর।
বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গত শনিবার তিন বিচারপতির কমিটি গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কমিটিতে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমন। ইতিমধ্যেই বিচারপতি যশবন্ত ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি নিশ্চিত করা হয়েছে। বদলির সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা।
নগদকাণ্ডে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। তার আগে সোমবার রাজ্যসভার শাসক ও বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার নেতা জে পি নাড্ডা ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সেখানে আলোচনার পর এই ইস্যুতে সর্বদল বৈঠক ডাকার বিষয়ে সম্মত হন সবাই।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

