পাথারকান্দিতে জয়ী দুর্লভছড়া

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় বিজয়ী হয়েছে দুর্লভছড়া জিও একাদশ। বুধবার পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে তারা প্রতিপক্ষ পাথারকান্দি স্পোর্টস একাদশকে ৩-০ গোলে পরাস্ত করে দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পেয়ে যায়। খেলার তেরো মিনিটে দুর্লভছড়া জিও একাদশের হয়ে গোল করেন মোহন সাকাচা। এরপর সমতা ফিরতে মরিয়া হয়ে উঠে পাথারকান্দি একাদশ। তবে বিপক্ষের জাল কাঁপাতে পারেনি। দ্বিতীয়ার্ধ্বের মাত্র তিন মিনিটে দুর্লভছড়া দলের হয়ে বিজন সিনহা একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ২৫ মিনিটে সাকিল আহমদ গোল করে ৩-০ গোলে জয়ী হয়ে দুর্লভছড়া অনায়াসে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়ে যায়। এদিনের ম্যাচ পরিচালনা করেন সোনা সিনহা, অভিজিৎ সিনহা ও সুমন আহমদ।

এদিকে, আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরি নিয়োগ পরীক্ষার জন্য আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের জন্য সব ম্যাচ স্থগিত রেখেছে আয়োজক কমিটি।

পাথারকান্দিতে জয়ী দুর্লভছড়া
পাথারকান্দিতে জয়ী দুর্লভছড়া

Author

Spread the News