লরির ধাক্কায় ছিঁড়ে গেল বিদ্যুতের তার, নাগাটিলায় প্রাণে বাঁচলেন সাংবাদিক

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : পথচারি তথা বাইক আরোহীদের জন্য আতঙ্কের কুহু ডাক দিচ্ছে সোনাই রোড থেকে উত্তর কৃষ্ণপুর সড়কটি। বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় যেকোনও দিন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে এমনই এক দুর্ঘটনা ঘটলো। তবে ভাগ্য ভাল থাকায় জোর বাঁচলেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সহকারী সম্পাদক আশু চৌধুরী।

সোনাই রোড- উত্তর কৃষ্ণপুর জাতীয় সড়কের কাজ চলছে। যার দরুন রাস্তার উচ্চতা প্রায় তিন চার ফুট বেড়ে গেছে। কিন্তু রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিগুলি রয়েছে সেই আগের জায়গাতেই। বাড়েনি একবিন্দুও। ফলে দ্রুতগামী লরির সঙ্গে সংস্পর্শে রাস্তার এপার ওপার হওয়া বিদ্যুৎ সার্ভিস তারগুলি প্রায় প্রত্যেক দিনই ছিঁড়ে যাচ্ছে। আশেপাশের বাড়িগুলিতে রাতে বিদ্যুৎ সংযোগ তো বিচ্ছিন্ন হচ্ছেই। তদুপুরি তারগুলিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় বড়সর দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে এমনই এক ঘটনা ঘটে যায় নাগাটিলা অঞ্চলে। রাত সাড়ে বারোটা নাগাদ কার্যালয় থেকে নিজ বাড়ি সোনাবাড়িঘাটে ফিরছিলেন আশু চৌধুরী। নাগাটিলায় আসার পর তাঁর সঙ্গে ঘটে যায় অবাঞ্চিত এক ঘটনা। তাঁর উল্টো দিক থেকে আসা একটি লরি বিদ্যুতের সার্ভিস লাইন ছিঁড়ে দেয়। এরফলে বিশাল আগুনের ফুলকি সৃষ্টি হয়। তৎক্ষণাৎ বাইক নিয়ে সরে যাওয়ায় জোর বেঁচে যান আশু চৌধুরী। এরপর অভিযোগের সুরে স্থানীয়রা বলেন, প্রত্যেক দিনই এরকম ঘটনা ঘটছে। ফলে যেকোনও দিন বড়সড় এক দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুতের খুটি আরও উঁচু করার দাবি জানিয়েছেন তাঁরা।

লরির ধাক্কায় ছিঁড়ে গেল বিদ্যুতের তার, নাগাটিলায় প্রাণে বাঁচলেন সাংবাদিক
Spread the News
error: Content is protected !!