আন্তঃজেলা টিটিতে সংবর্ধিত দিবিজারা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বুধবার জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যোরহাটের কুশল
কোঁওর ইন্ডোর স্টেডিয়ামে ৭২তম আন্তঃজেলা টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় স্তরে সফল অসমের প্যাডলারদের সম্মান জানানো হল। যাদের মধ্যে শিলচরের দিবিজা পাল অন্যতম। জাতীয় স্তরে সাফল্য পাওয়া অসমের অন্য প্যাডলাররা হলেন যথাক্রমে প্রিয়ানুজ ভট্টাচার্য, দিব্যজ রাজখোয়া রায়, ঈশানী গগৈ এবং অভীক কাশ্যপ।

আন্তঃজেলা টিটিতে সংবর্ধিত দিবিজারা

আসরের প্রথম পর্বে চলছে টিম ইভেন্টের খেলাগুলি। ছেলেদের অনূর্ধ্ব ১৩ বিভাগের টিম ইভেন্টে প্রথম রাউন্ডে বাই পায় শিলচর। দলে রয়েছেন বিপ্রজিৎ পাল, এম জেনিথ সিং, প্রাঞ্জল দাস ও অনুভব সিনহা। দ্বিতীয় রাউন্ডে লখিমপুরকে ৩-০ ব্যবধানে পরাজিত করে টিম শিলচর। অনূর্ধ্ব ১৫ টিম ইভেন্টে শিলচরের ছেলেরা কোয়ার্টার ফাইনালে জায়গা করে ফেলেছে। তারা দুলিয়াজানকে ৩-০ ম্যাচে পরাজিত করে। দলে রয়েছেন যশরাজ পাল, বিপ্রজিৎ পাল, আয়ুষ বড়ভূঁইয়া ও সমৃদ্ধ ধর। মেয়েদের অনূর্ধ্ব ১৫ দল বাই পেয়ে চলে গেছে শেষ আটে। দলে আছেন দিবিজা পাল, ধনাক্ষী সাহা, রাহিনি দেব ও আরোহী নাথ।

আন্তঃজেলা টিটিতে সংবর্ধিত দিবিজারা

অনূর্ধ্ব ১৯ মেয়েদের শিলচর দলটি গোলাঘাটকে ৩-২ ম্যাচের ব্যবধানে পরাস্ত করল। আর, অনূর্ধ্ব ১৯ ছেলেদের দল প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। সিনিয়র টিম ইভেন্টে শিলচরের পুরুষদের দল গুয়াহাটির কাছে তারা ০-৩ ম্যাচের ব্যবধানে পরাস্ত হয়। মহিলা টিম ইভেন্টে নগাঁওকে ৩-১ ব্যবধানে পরাজিত করে শিলচর এখন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

Author

Spread the News