নাচে-গানে শুরু হল আইপিএলের জলসা

নাচে-গানে শুরু হল আইপিএলের জলসা

২২ মার্চ : আইপিএলের মঞ্চে ভারতের জয়গান। ইন্ডিয়া গেট, অশোক চক্র ভারতের অভিজ্ঞান। এআই প্রযুক্তি ব্যবহার করে মাঠের ভিতরেই ফুটিয়ে তোলা হল ইন্ডিয়া গেট, অশোক চক্র। চাঁদের মাটিতে চন্দ্রযানের মুহূর্তও তুলে ধরা হয় এআই প্রযুক্তির মাধ্যমে। ভারতভক্তির ছবি তুলে ধরলেন টাইগার শ্রফ ও অক্ষয় কুমারও।  দেশের পতাকা হাতে গোটা মাঠ প্রদক্ষিণ করেন দুই তারকা।  প্রতিবার আইপিএলের জলসা ঘিরে বিতর্ক তৈরি হয়।

নাচে-গানে শুরু হল আইপিএলের জলসা

খেলার মাঠে নাচ-গান কেন, এমন প্রশ্নও  তোলা হয়েছিল অতীতে। এবারের উদ্বোধনী অনুষ্ঠান দেখার পরে কেউ কি আর বিতর্কের গন্ধ পাবেন! পাওয়ার কথাও নয়।
চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উত্তেজক ম্যাচ নিয়ে তোলপাড় গোটা দেশ। তার আগে মঞ্চ মাতানোর কাজটা করে গেলেন এআর রহমান, সোনু নিগম, নীতি মোহন, মোহিত চহ্বানরা। জনপ্রিয় সব গানের ককটেলে চিপক মাতালেন তাঁরা। সোনু নিগম ধরলেন ‘বন্দেমাতরম’। গানের রণনে চিপকের দর্শকদের শরীরে হিল্লোল তৈরি হল। রহমান গাইলেন জনপ্রিয় গান ‘মা তুঝে সালাম’।

নাচে-গানে শুরু হল আইপিএলের জলসা

শুরুটা অবশ্য করেন বোমান ইরানি। তিনিই মঞ্চে ডেকে নেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। এই দুই তারকা ‘বড়ে মিঞ্চা-ছোটে মিঞ্চা’ ছবির গানের সঙ্গে মঞ্চে আগুন ঝরালেন। আবার তাঁরাই ‘সব সে আগে হোঙ্গে হিন্দুস্তানি’ গানের সঙ্গে দেশের পতাকা হাতে নিয়ে দৌড়লেন চিপকে। অনুষ্ঠান চলাকালীন প্রযুক্তির ব্যবহারে তুলে ধরা হয় ইন্ডিয়া গেট, অশোক চক্র। চন্দ্রযানের মুহূর্তও ফুটিয়ে তোলা হয় প্রযুক্তির মাধ্যমে।

Author

Spread the News