ইন্টারন্যাশনাল সাস্টেনেবল সামিট: গবেষণাপত্র আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘নৰ্থ-ইস্ট ইন্টারন্যাশনাল সাস্টেনেবল সামিট-২০২৫’৷ সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিখর সম্মেলনের সহযোগিতায় রয়েছে ডোনার মন্ত্ৰকের অধীন নৰ্থ ইস্টাৰ্ন কাউন্সিল৷ আয়োজিত হবে আগামী ২১ ও ২২ নভেম্বর৷
সম্মেলনের আহ্বায়ক ড. লালজো এস. থাংজম জানিয়েছেন, রাষ্ট্ৰসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্ৰা অৰ্জনের জন্য উত্তর-পূৰ্ব ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানকে সমসাময়িক উদ্ভাবনের সঙ্গে একীভূত করার লক্ষ্যে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূৰ্ণ৷ এই শিখর সম্মেলন উপলক্ষে গবেষক ও পেশাদারদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাপত্ৰ ও কেস স্টাডি আহ্বান করা হচ্ছে৷ সন্দৰ্ভপত্ৰের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর৷ গ্ৰহণযোগ্যতার বিজ্ঞপ্তি প্ৰকাশ করা হবে ৩০ অক্টোবর৷ সম্পূৰ্ণ সন্দৰ্ভপত্ৰ জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর৷ নিবন্ধন, সারসংক্ষেপ জমা সহ যে কোনও বিষয়ে জানার জন্য ausneiss25@gmail.com ইমেলে যোগাযোগ করা যাবে৷
গবেষক ও পেশাদাররা যেসব বিষয়ে সন্দৰ্ভপত্ৰ জমা দিতে পারবেন তার মধ্যে রয়েছে টেকসই উদ্ভাবন ও জীবিকা, দেশজ অনুশীলন, উদ্যোক্তা, দক্ষতা উন্নয়ন৷ সংরক্ষণ ও প্ৰাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা : জলবায়ু অভিযোজন, জীববৈচিত্ৰ্য, জল পরিচালনা৷ অন্তৰ্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার : লিঙ্গ অন্তৰ্ভুক্তি, প্ৰান্তিক সম্প্ৰদায়, অংশগ্ৰহণমূলক পরিকল্পনা৷ শাসন ও নীতি কাঠামো : স্থানীয় শাসন, টেকসই নগর-গ্ৰামীণ পরিকল্পনা, আন্তঃসীমান্ত সহযোগিতা৷

