চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উদ্বেগ ভারত সরকারের

২৬ নভেম্বর : বাংলাদেশি সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ ও জমায়েতকে বৈধতা দেওয়ার আবেদন জানানো হয়েছে। খবর এই মূহূর্তে।

লিখিত ওই বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার বেশ কিছুদিন থেকেই নজর করছে যে বাংলাদেশে হিন্দুদের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও হিন্দুদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। যথেচ্ছ লুটপাট ও অন্যান্য অপরাধ ঘটেছে।

উল্লেখ্য, সোমবার রাতেই পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। মঙ্গলবার বাংলাদেশ এইচডি হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ চিনময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপি পক্ষ থেকে।বাংলাদেশের ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি তোলেনপশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তার স্পষ্ট হুমকি যদি অবিলম্বে বাংলাদেশের মোল্লা ইউনুস সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেয় তাহলে বাংলাদেশের কলকাতার রাষ্ট্রদূতের অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হবে। শুধু তাই নয়, সনাতনীরা, হাতে ধ্বজা নিয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাংলাদেশ বর্ডারে অবরোধ সৃষ্টি করবে।

চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উদ্বেগ ভারত সরকারের

Author

Spread the News