হাইলাকান্দি জেলায়ও সংবিধান দিবস পালন
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : সংবিধানের মূল্যবোধ অক্ষুন্ন রাখতে হাইলাকান্দি জেলায়ও মঙ্গলবার সংবিধান দিবস পালন করা হয়। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় ভবন প্রাঙ্গণে আধিকারিক ও কর্মচারীরা সমবেত হয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শপথ গ্রহণ করেন। এতে সংবিধানের মূল্যবোধ গুলি সর্বাবস্থায় তুলে ধরতে আধিকারিক ও কর্মচারীরা পুনরায় সমবেত ভাবে অঙ্গীকারবদ্ধ হন। সংবিধানের প্রস্তাবনা সমবেতভাবে আধিকারিক ও কর্মচারীদের পাঠ করান ডিডিসি এল্ডাড ফাইরিম।
এছাড়া সংবিধানের স্থপতি ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে। সংবিধান গ্রহণের ৭৫ তম দিবস উপলক্ষে মঙ্গলবার জেলার সব সরকারি কার্যালয়ে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে আধিকারিক ও কর্মচারীরা সমবেত শপথ গ্রহণ করেন।