পড়ুয়াদের স্বাস্থ্য সঠিক রাখতে কৃমিনাশক বড়ি গুরুত্বপূর্ণ : দীপায়ন চক্রবর্তী

কাছাড়ে ন্যাশনাল ডি-ওয়ার্মিং ডে-র সূচনা_____

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : স্কুল পড়ুয়াদের মুখে কৃমিনাশক ওষুধ অ্যালবেন্ডাজুল খাইয়ে কাছাড়ে জেলা পর্যায়ে রাষ্ট্রীয় কৃমিনাশক দিবস (ন্যাশনাল ডি-ওয়ার্মিং ডে)-র শুরু করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার তারাপুর গার্লস হাইস্কুলে জেলার সহকারী আয়ুক্ত জুনালী দেবী ও অন্যান্যদের উপস্থিতিতে এ দিবসের শুভারম্ভ করা হয়।

অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন,  আমাদের বাচ্চাদের জন্য ভালো স্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করার জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে জাতীয় কৃমিনাশক দিবসও একটি। প্রকৃতার্থে পড়ুয়াদের স্বাস্থ্য সঠিক রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে মেয়েদের রক্তাপ্লতা দূরীকরণে অ্যালবেন্ডাজুল ট্যাবলেট নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে এই বড়ি গ্রহনে উদ্ধুদ্ধ করেন। অনুষ্ঠানে ট্যাবলেট গ্রহণের  প্রয়োজনীয়তা এবং এর সেবন বিষয়ে বিশদ বক্তব্য রাখেন  জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি দিনটি সুচনার উদ্দেশ্য বক্তব্য রাখেন  জেলা এন এইচ এম-র কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ। তিনি বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি এই দিবস চলবে এবং জেলার প্রতিটি স্কুলের প্রত্যেক পড়ুয়াকে এই দিনের মধ্যে ট্যাবলেট প্রদান করা হবে।

পড়ুয়াদের স্বাস্থ্য সঠিক রাখতে কৃমিনাশক বড়ি গুরুত্বপূর্ণ : দীপায়ন চক্রবর্তী

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর শিক্ষাখণ্ডের ব্লক রিসোর্স পার্সন (বি আর পি) নবারুণ চক্রবর্তী। তিনি বলেন, সরকার পড়ুয়াদের জন্য হেল্থ কার্ড প্রণয়ন করেছে। এজন্য স্বাস্থ্য বিভাগ কর্তৃক কর্মসূচিতে অংশগ্রহণ অতি জরুরি। অনুষ্ঠানে ধন্যবাদসুচক বক্তব্য রাখেন অনুষ্ঠান ব্যবস্থাপক তারাপুর গার্লস হাইস্কুল অধ্যক্ষা সুতপা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কম্যুনিটি মোবিলাইজার উজ্জ্বল দাস, ডিএমই ড. গুলবাহার রাজ, আরবান কো-অর্ডিনেটর ইন্দ্রজিৎ দে, শিলচর নগর স্বাস্থ্য আধিকারিক ডাঃ রুমেল আক্তার সহ আশাকর্মী ও ব্যবস্থাপক স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর।

পড়ুয়াদের স্বাস্থ্য সঠিক রাখতে কৃমিনাশক বড়ি গুরুত্বপূর্ণ : দীপায়ন চক্রবর্তী
পড়ুয়াদের স্বাস্থ্য সঠিক রাখতে কৃমিনাশক বড়ি গুরুত্বপূর্ণ : দীপায়ন চক্রবর্তী
Spread the News
error: Content is protected !!