মন্দিরের ঢুকে কালী ঠাকুরের মূর্তি ভাঙল, গ্রেফতার মৃৎশিল্পী তাপস
১০ ফেব্রুয়ারি : মন্দিরের ভেতরে ঢুকে কালী ঠাকুরের মূর্তি লাথি মেরে ভাঙল এক যুবক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ঘটনাটি দেখে অনেকেই চমকে উঠেন। ধরাও পড়ে যুবকটি। তার নাম তাপস মণ্ডল। সে একজন মৃৎশিল্পী। এ ঘটনাটি পশ্চিমবঙ্গের বহরমপুরের কাশিমবাজারের।
কালী ঠাকুরের প্রতিমা ভেঙে দিয়ে ফের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হল। সেই ঘটনায় সাম্প্রদায়িক গোষ্ঠীগুলি তৎপর হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় মন্দিরের মধ্যে ঢুকে কালী মূর্তি ভাঙার টিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায় মন্দিরের ভিতরে ঢুকে যে যুবকটি কালী ঠাকুরের মূর্তি লাথি মেরে ভাঙছে তার তাপস মন্ডল, ধর্মে হিন্দু। নিজের প্রতিমা বানালেও নিজেই আবার মূর্তি ভাঙায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সংখ্যালঘুদের দিকে আঙুল তোলার আগেই পুলিশ ময়দানে নেমে তাপস মণ্ডলকে গ্রেফতার করে। সে কেন ওই মন্দিরের প্রতিমা ভাঙল এখনও অজানা।
এ দিকে, পশ্চিমবঙ্গের সবচেয়ে মুসলিম জনবহুল জেলা মুর্শিদাবাদ। আর বারে বারে সেখানে ধর্ম অবমাননার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা অব্যাহত রয়েছে। গত ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক পুজোর সময় পুজো মণ্ডপে আল্লাহর নামে অবমাননাকর কথা ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত হওয়ায় সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়েছিল।
বেলডাঙ্গা কাণ্ডে গ্রেফতারও করা হয় মূল অভিযুক্ত সায়ন হালদার। এই সায়নের পিছনে ইন্ধন জোগানোর অভিযোগ ওঠে কার্তিক মহারাজের বিরুদ্ধে। সেই ঘটনার জের কাটতে না কাটতেই বহরমপুরের কাশিমবাজারে এ ঘটনা ঘটে। তবে পুলিশ দাঙ্গার আগেই তাকে গ্রেফতার করে।

