ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৪১
১০ ফেব্রুয়ারি : ভয়াবহ বাস দুর্ঘটনা দক্ষিণ মেক্সিকোতে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪১ জনের। জানা যাচ্ছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। তখন যাত্রীবোঝাই ওই বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটি সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

