মাগুরা পুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রায়ারি: রামকৃষ্ণ মিশন শ্রীভূমির ব্যবস্থাপনায় ও ইনফোসিস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় লোয়াইরপোয়া ব্লকের খাগড়া বাজার জিপির মাগুরা পুঞ্জিতে গর্ভবতী মা ও তিন বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য এক বিশেষ স্বাস্থ্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে স্থানীয় রেইভন ক্লাব কর্তৃপক্ষ। শিবিরে ৬৫ জন মা ও ৬৫ জন শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়।

এছাড়াও আরও ৯০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়।এদিনের উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন শ্রীভূমির সাধারণ সম্পাদক প্রেমঘনানন্দজি মহারাজ। চিকিৎসা পরিষেবা দেন ডাঃ নিলাদ্রী শেখর দাস ও ডাঃ অতনুবিজয় দাস। এছাড়া, রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবক ও রেইভন ক্লাবের সদস্যরাও শিবিরে অংশগ্রহণ করেন।সংগঠকদের মতে, এই ধরনের শিবিরের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে।এভাবেই মানবসেবার ব্রত নিয়ে কাজ করে চলেছে রামকৃষ্ণ মিশন ও অন্যান্য সংগঠনগুলো। আশা করা হচ্ছে, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আরও সম্প্রসারিত হবে।স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বেশি মানুষের উপকারে আসবে বলে অনেকে আশা।

