বন্দুক দেখিয়ে গুণ্ডাট্যাক্স আদায়ের চেষ্টা সোনাই রোডে, জনতার হাতে আটক

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিলচর সোনাই রোডের ডিজে ফার্নিচারের শো-রুমে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে গুণ্ডাট্যাক্স আদায়ের চেষ্টা করলে দোকানের স্বত্বাধিকারী সুবেদ আহমেদ বড়ভূইয়া তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গুণ্ডারা দলবদ্ধভাবে তাঁর উপর আক্রমণ চালায় এবং তাঁকে গুরুতর আহত করে।
এখানেই শেষ নয়, ওই দুষ্কৃতী দল তিন-চারটি দোকানেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসলে গুণ্ডারা পালানোর চেষ্টা করে। তবে, স্থানীয়দের সাহসিকতায় গুণ্ডা বাহিনীর মূল পরিকল্পনাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, ইমাম উদ্দিন নাম এক যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল। বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের সে নিয়মিত হুমকি দিত এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। তবে এতদিন পর্যন্ত কেউ সাহস করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না।

বন্দুক দেখিয়ে গুণ্ডাট্যাক্স আদায়ের চেষ্টা সোনাই রোডে, জনতার হাতে আটক

এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, তবে স্থানীয় বাসিন্দারা আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

বন্দুক দেখিয়ে গুণ্ডাট্যাক্স আদায়ের চেষ্টা সোনাই রোডে, জনতার হাতে আটক
বন্দুক দেখিয়ে গুণ্ডাট্যাক্স আদায়ের চেষ্টা সোনাই রোডে, জনতার হাতে আটক

Author

Spread the News