বিভিন্ন পাঠ্যক্রমের ফিস বৃদ্ধি : আসাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে উত্তাল

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কার্যসূচিতে বুধবার উত্তাল হল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর।

এদিন বিভিন্ন ইস্যুতে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শনে জড়ো হয় বিভিন্ন বিভাগের একাংশ ছাত্রছাত্রী সহ সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর সহ অন্যান্য সমন্বিত পাঠ্যক্রমে সম্প্রতি অত্যধিক হারে ফিস বৃদ্ধি করায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন ছাত্রছাত্রীরা। প্রতিবাদ চলাকালীন বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। গত দু’বছরের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে ফিস বৃদ্ধি করায় ছাত্র সংগঠনের তরফে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু এতেও কাজ হয়নি। ফলে বুধবার তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্দ্ধিত ফিস অতি সত্বর প্রত্যাহার করা, ফি কাঠামোতে কোনও পরিবর্তন করার আগে ছাত্র সংগঠনের সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক বিবেচনা করার পাশাপাশি শিক্ষার ন্যায্য এবং স্বপ্ল মূল্যের সুবিধা প্রদানে আসাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা প্রদান করার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। তাঁদের এই দাবি পূরণ না হলে আগামীতে ছাত্র আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Spread the News
error: Content is protected !!