ধনেহরিতে আহলে সুন্নতের মহা সম্মেলন শুরু, চলবে ভোর পর্যন্ত
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহা-সম্মেলন শুরু হল। বুধবার সকালে সোনাইর ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করে জেলা সম্মেলনের কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক মওলানা নাজির হোসেন মজুমদার। সঙ্গে ছিলেনে মওলানা সাবির আহমেদ চৌধুরী আজহারি, পরিচালন কমিটির সভাপতি বদরুল ইসলাম লস্কর, বরাক ইমাম কাউন্সিলের সভাপতি মওলানা মনজুরুল ইসলাম লস্কর, সম্পাদক হাফিজ সাহারুল ইসলাম, পরিচালন কমিটির সহসভাপতি সাহারুল হক লস্কর, খোকন আহমেদ চৌধুরী প্রমুখ। পতাকা উত্তোলনের কোরান পাঠ ও বিভিন্ন মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে নাত, গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঐক্য, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও ইমান-ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শুরু হওয়া সম্মেলন ভোর পর্যন্ত চলবে। ৫০ হাজার লোকের সমাগমের অনুমানে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। অনুষ্ঠানে পাঁচ শতাধিক ভিন্ন ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ থাকবেন। প্রস্রাব-শৌচাগার ও পার্কিং-ওজুর সুবন্দোবস্ত রয়েছে। সম্মেলনে আগত লোকদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।
জেলা আহলে সুন্নতের সভাপতি শাহসুফী জমিলুনব্বি চৌধুরী বাগপুরীর সভাপতিত্বে ও শাহসুফী মওলানা মাশুক আহমেদের সহ সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামি পন্ডিত আল্লামা সারিমুল হক লস্কর। প্রধান দুই বক্তা হিসেবে সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামি আলোচক আল্লামা আবুল কাশেম নুরী ও মওলানা মুফতি আলাউদ্দিন মোজাদ্দাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বঙ্গের মওলানা আবুল কালাম আজাদ আজহারি ও দরং জেলার মওলানা মুফতি মুকিবুর রহমান আজহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানি, মওলানা ড. সৈয়দ আব্দুন নূর, মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত, মওলানা জমির উদ্দিন, মওলানা মবরুর আহমেদ সহ বিশিষ্টরা।
এ দিকে, মহা-সম্মেলনে যোগ দিতে বুধবার গুয়াহাটি থেকে শিলচর এয়ারপোর্টে এসে পৌঁছলেন মওলানা মুফতি মুকিবর রহমান আজহারি। তাঁকে এয়ারপোর্ট থেকে স্বাগত জানান কাছাড় জেলা যুব আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর ও সহকারী সম্পাদক রশিদ আহমেদ লস্কর।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।