কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা রাজ্যপালের

হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : দু’দিনের সফর সূচি শেষে সোমবার কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে দ্বিতীয় রিভিউ মিটিং করলেন রাজ্যপাল গুলাপচাঁদ কাটারিয়া। এদিন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনী ও অন্যান্য বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিদের সঙ্গে বৈঠক করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পর্কে অবগত হন তিনি। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন,কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনাকে বিকশিত ভারতে সংকল্প যাত্রা রূপে প্রতিটি গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়ার প্রয়াসে শিলচরে দ্বিতীয়বারের মতো রিভিউ মিটিং আয়োজিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত যোজনা জেলায় ১০০ শতাংশ  সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনাও বিভিন্ন গরিব মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। কিষান সম্মান নিধি যোজনার ১৫ কিস্তি দেশের কৃষকদের হাতে সফল ভাবে তুলে দেওয়া হয়েছে।

এছাড়া ভারত সরকারের আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে দেশের ৫০ কোটি মানুষ লাভান্বিত হয়েছেন। এক দেশ এক রেশন কার্ড যোজনায় দেশের ৮০কোটি জনগণ বিনামূল্যে ৫কেজি করে চাল পেয়েছেন। দেশে ৪কোটি জাল রেশন কার্ড বন্ধ করা হয়েছে, নতুন রেশন কার্ড প্রকৃত হিতাধিকারীদের মধ্যে পৌঁছে দেওয়ার সংকল্প বর্তমান ভারত সরকার। যার কাজ অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে বিতরণ করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। এদিন সড়ক পরিসেবার উন্নয়ন, পড়ুয়াদের স্কোলারশিপ, সাইকেল বিতরণ, উচ্চ শিক্ষায় বিভিন্ন সুবিধা প্রদান, সলার সিস্টেম, মৎস্য পালন ও আরোহন যোজনা সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে আয়োজিত দ্বিতীয় রিভিউ মিটিংয়ে আলোচনা করেছেন বলে জানান রাজ্যপাল।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা রাজ্যপালের

রাজ্যপাল এও বলেন, মেঘালায়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকার প্রয়াস চালাচ্ছে। গঠন করা হয়েছে কমিটি। তিনি এসব সমস্যা বসে সমাধান করতে হবে। তিনি বাংলাদেশ সীমান্তেরও খোঁজ খবর নেন বলে জানান।

Author

Spread the News