দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে সাত দিন চিকিৎসা দেবে সরকার
৮ জানুয়ারি : পথ দুর্ঘটনায় আহতদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে দুর্ঘটনায় আহতরা পাবেন সাত দিনের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা। বুধবার ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ নামে একটি প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। আর সেখানেই দুর্ঘটনায় আহতদের জন্য ঘোষণা করা হল আর্থিক সাহায্যের।
এই প্রসঙ্গে গড়করি বলেন,’ দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানানো চিকিৎসার ব্যয় বহন করবে। হলে সরকার আহতরা সাত দিনের চিকিৎসার জন্য পাবেন দেড় লক্ষ টাকা। সেইসঙ্গে হিট অ্যান্ড রান মামলায় মৃতদের দু’লক্ষ টাকা দেওয়া হবে। বলা বাহুল্য, মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নীতিন গড়করি। আর সেই বৈঠকের পরেই ঘোষণা হল পথ দুর্ঘটনায় আহতদের ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ প্রকল্পের।
উল্লেখ্য, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ৬৬ শতাংশ দুর্ঘটনার কবলে পড়েছে ১৮ থেকে ৩৪ বছর বয়সীরা। পথ দুর্ঘটনায় ১০ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিসংখ্যান সামনে আসতেই দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য প্রকল্পের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
![দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে সাত দিন চিকিৎসা দেবে সরকার দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে সাত দিন চিকিৎসা দেবে সরকার](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168708698740655526948042-1024x364.jpg)