গৌরীনাথ সরণির রিটার্নিং দেওয়াল ও রাস্তার কাজের শিলান্যাস দীপায়নের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : শিলচর তারাপুর জিপির বন্দপুরী নালাখনন ও আর্বজনা পরিস্কারের কাজ সহ গৌরীনাথ সরণির রিটার্নিং দেওয়াল ও ১২০ মিটার সিসি ব্লকযুক্ত রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার বিকেলে শিলচর-তারাপুর জিপির দুর্গানগর রোডের নালাখনন ও আর্বজনা পরিস্কারের কাজের জন্য কেন্দ্র সরকারের এমজিএনারেগার অধীনে ফোর্টিন ও ফিফটিন ফাইন্যান্সের ইন্টারেস্ট ফান্ডের প্রায় প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়কৃত কাজের এবং তৎসঙ্গে দুর্গানগর রোডে থাকা বাইলেন গৌরনাথ সরণির রিটার্নিং দেওয়াল সহ ১২০ মিটার সিসি ব্লক যুক্ত রাস্তা নির্মাণের কাজের ফলক উন্মোচন করেন বিধায়ক।
এ উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক বলেন, বিগত বন্যায় এই অঞ্চলবাসীর প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন এবং এই লেনের বাসিন্দারা প্রায় সময় রাস্তা সহ ড্রেনের নির্মাণের কাজের প্রায় সময় দাবি তুলে আসছিলেন। জনগনের ন্যায্য দাবিকে গুরুত্ব দেওয়া সহ সমাধানের করে দেওয়ার জন্যই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ও তাঁকে বিধায়ক নির্বাচিত করেছিলেন, তিনি বিধায়ক হওয়া পরবর্তী সময়ে তিনি শিলচর শহরকে বিশেষভাবে আরো উন্নত করার স্বপ্নে দিন-রাত কাজ করে যাচ্ছেন, বিগত দিনে কংগ্ৰেসের অদূরদর্শী ও পরিকল্পনাহীন কাজের বিনিময়ে শিলচর প্রত্যেক বৃষ্টির মরসুমে জমা জলে ভুগতে হয়, কিন্তু হিমন্ত সরকার শিলচর শহরের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হচ্ছেন, এইভাবে শিলচরের ইতিহাসে উন্নয়নের জন্য কোনো সরকার করেন না বলে মন্তব্য করেন বিধায়ক দীপায়ন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাপুর জিপির সেক্রেটারি নির্মলেন্দু পাল, বিজেপি ব্লক মণ্ডলের সভাপতি পিকলু দাস, বিদ্যারত্ন সিংহা, শরৎ সরকার, অমথ নাথ, শ্যামা নাথ, তপনকুমার দাস, পার্থ চক্রবর্তী, শ্যামল সরকার সহ অন্যান্যরা।