সরকার বেশি দামে ইউরিয়া আমদানি করে কৃষকদের কম দামে সরবরাহ করছে : মোদি

নামরূপে ইউরিয়া প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : উত্তর-পূর্ব ভারতের একমাত্র সার শিল্প হলো নামরূপ সার কারখানা। দীর্ঘ প্রতীক্ষা ও তীব্র আন্দোলনের অবসান ঘটিয়ে নামরূপ সার কারখানায় নতুন করে সংযোজিত হচ্ছে চতুর্থ ইউনিট, অর্থাৎ নতুন ইউরিয়া উৎপাদন প্রকল্প। দেশের প্রধানমন্ত্রী বহু প্রতীক্ষিত এই নতুন ইউরিয়া প্রকল্পের শিলান্যাস করেন। দুদিনের সফরে অসমে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ডিব্রুগড়ের নামরূপে উপস্থিত হন।

ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে পৌঁছানোর পর বিশেষ হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী সভাস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে ফুলাম গামোছা, শরাই এবং আহোম রাজবংশের প্রতিষ্ঠাতা স্বর্গদেউ চ্যুকাফার একটি প্রতিমূর্তি প্রদান করা হয়। নামরূপের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অসম সরকারের মন্ত্রী বিমল বড়া, যোগেন মোহন, প্রশান্ত ফুকনসহ ডিব্রুগড় জেলার সকল বিধায়ক। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও মুখ্যমন্ত্রীর স্বাগত ভাষণের পর রিমোটের বোতাম টিপে নামরূপ সার কারখানার নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাকে আশীর্বাদ জানাতে এই বিশাল সভায় সমবেত হওয়া জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। চা বাগানের মানুষ আজ চায়ের সুবাস নিয়ে এখানে এসেছেন। আজ একটি স্মরণীয় দিন। নামরূপ ও ডিব্রুগড়ের মানুষ যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ পূরণ হলো। আজ থেকে শিল্পক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। অসম উন্নয়নের নতুন ধারায় প্রবেশ করেছে। এটা কেবল শুরু—আমাদের অসমকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “ভারতের মধ্যে অসম একটি শক্তিশালী ভূমিতে পরিণত হবে। একসময় নামরূপ সার কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু কংগ্রেস সরকার এই বিষয়ে গুরুত্ব দেয়নি। কংগ্রেস যা করতে পারেনি, ডাবল ইঞ্জিনের সরকার তা করে দেখাচ্ছে। কংগ্রেস যে কাজকে গুরুত্ব দেয়নি, সেই কাজ করতে করতেই ১১ বছর কেটে গেছে। অসমের মানুষের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সর্বদা সংবেদনশীল।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় সরকার আজও বেশি দামে ইউরিয়া আমদানি করে কৃষকদের কম দামে সরবরাহ করছে। তবে কৃষকদের মাতৃভূমিকে জীবিত রাখতে হবে। প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে মাতৃভূমি ক্ষতিগ্রস্ত হবে।”
অসমের উন্নয়নে বিজেপি সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন ভারত সফরে এলে আমরা তাঁকে অসমের চা উপহার দিয়েছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *