চলছে চতুর্থ দফায় ভোটগ্রহণ, প্রধানমন্ত্রীর বার্তা

১৩ মে : চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলার ৮ কেন্দ্র সহ দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে। ৯৬টি লোকসভা আসনে ১৭ কোটি ৭০ লক্ষ ভোটার (৮ কোটি ৯৭ লক্ষ পুরুষ এবং ৮ কোটি ৭৩ লক্ষ মহিলা) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দেশে ১ কোটি ৯২ লক্ষ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটের দায়িত্বে থাকছেন ১৯ লক্ষেরও বেশি আধিকারিক এবং ভোটকর্মী।

চতুর্থ দফার ভোটে একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটারেরা। তারকা প্রার্থীদের মধ্যে নজর থাকবে উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রের এসপি প্রার্থী তথা দলের প্রধান অখিলেশ সিং যাদব, বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহ, হায়দরাবাদের মিম প্রার্থী আসাদউদ্দিন ওয়েইসি উপরে। এছাড়াও নজর থাকবে অন্ধ্রপ্রদেশের কাডাপা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা, ঝাড়খণ্ডের খুঁটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার উপরে।

এদিন তেলেঙ্গানার হায়দরাবাদ কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা মিমের প্রার্থী আসাদুদ্দিন ওয়েইসি ভোট দিলেন। ওয়েইসির বিরুদ্ধে বিজেপি এ বার প্রার্থী করেছে মাধবীলতাকে। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস প্রার্থী করেছে গদ্দাম শ্রীনিবাস রেড্ডিকে। ভোট দিলেন হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতা। এছাড়া হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী উষা নায়ডুও। জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন অভিনেতা অল্লু অর্জুন। জুবিলি হিলসেরই আরও একটি বুথে ভোট দিলেন চিরঞ্জীবি। স্ত্রীকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জুনিয়ার এনটি রামা রাও-ও।

এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন অঞ্চলে ভোটের কথা মাথায় রেখে ইংরেজি, হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, ওড়িয়া ভাষায় পোস্ট করেন মোদি। পোস্টে লেখেন, ‘আজ লোকসভার চতুর্থ পর্বের নির্বাচনে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোটগ্রহণ হবে। আমি নিশ্চিত যে এই সব আসনে মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ ও মহিলা ভোটদাতারাই ভোটের এই স্ফীতি ঘটাবেন। আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি!’

Author

Spread the News