যুগশঙ্খ কাপ আন্তঃ স্কুল টুর্নামেন্টের মাধ্যমেই ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে শিলচর ডিএসএ-র ফুটবল মরশুম

বরাক তরঙ্গ, ১০ আগস্ট: আগামী ১৬ আগস্ট থেকে ফুটবল মরশুম শুরু করতে যাচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার । যুগশঙ্খ কাপ আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে। বৃহস্পতিবার সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, ফুটবল শাখা সচিব বিকাশ দাশ ও স্পনসরার দৈনিক যুগশঙ্খ গ্রুপের কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ, যুগশঙ্খের ম্যানেজিং ডিরেক্টর গৌরব নাথ ও  ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী। সভাপতি বলেন, ফুটবলার তৈরিতে যুগশঙ্খ কাপ আন্তঃ স্কুল টুর্নামেন্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ১৯ বছর থেকে এই প্রতিযোগিতা চলছে। তবে মাঝে ৪ বছর বিভিন্ন কারণে তা আয়োজন সম্ভব হয়নি। নক আউট ভিত্তিক প্রতিযোগিতায় এই পর্যন্ত ১৬ টি দল নাম লিখিয়েছে , তবে আরো কোন স্কুল যদি অংশ নিতে আসে, তাহলে আগামীকাল পর্যন্ত তা তালিকাভুক্ত করা যাবে।

সচিব অতনুবাবু বলেন, জেলায় ফুটবলের উন্নতিতে ব্যপক চেষ্টা করছে। ডিএসএ-তে ফুটবল অ্যাকাডেমি করবে। আর এই প্রতিযোগিতার মাধ্যমেই এবছরের ফুটবল মরশুম শুরু হবে। এই টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৬ অথবা ২৭ আগস্ট হবে। প্রতিযোগিতার উদ্বোধন হবে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। তবে ইন্ডিয়া ক্লাব মাঠেও হবে। টুর্নামেন্টে গ্রামাঞ্চল থেকে ৮ টি এবং শহরাঞ্চলের ৮টি স্কুল নেয়া হয়েছে। বক্তব্যের পরিসরে অতনুবাবু এও বলেন, এই আগস্ট মাসেই ইয়ুথ লিগ বলে আরেকটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে।বিভাগীয় সচিব বিকাশ দাস বলেন, আসাম ফুটবল সংস্থার নয়া বিধি অনুযায়ী অনূর্ধ্ব ১৫ বছর বয়সের ছেলেদের নিয়ে এই খেলা আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি ম্যাচে নির্বাচকরা থাকবেন। নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আগামীতে কিছু করা যায় কি না সে ভাবনাও রয়েছে তাদের। খেলার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে মাঠে দর্শক টানতে প্রশাসন ও স্থানীয় বিধায়কের সডহযোগিতায় অধিক হারে স্কুল পড়ুয়াদের মাঠে আনা যায় কিনা তা ভেবে দেখবেন বলে এক প্রশ্নের জবাবে জানান সভাপতি শিবব্রত দত্ত। অনুষ্ঠানের প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রতিযোগিতার স্পন্সররাও। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি, সংশাপত্র সমেত নগদ ১০ হাজার টাকা। রানার্স আপ দলকে ট্রফি, সংশাপত্র সহ পাবে ৫ হাজার টাকা। তাছাড়া রয়েছে ব্যক্তিগত পুরস্কারের ছড়াছড়ি।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News