পাথারকান্দির ঝেরঝেরিতে জলের তোড়ে ভেসে গেল ফুট ব্রিজ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : অতিনিম্নমানের কাজের ফলে লঙ্গাই নদীর জলের তোড়ে ভেসে গেলো এক কোটি ৮০ লক্ষ টাকার নির্মিত পাকা ফুট ব্রিজ। এমন ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের সীমান্তর ঝেরঝেরিতে। বিগত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের ফলে মিজোরাম থেকে ভয়ে আসা লঙ্গাই নদীর জল বেড়ে বন্যার রূপ ধারন করে। জলে তোড়ে ভাসিয়ে গেল নির্মীয়মাণ ফুট ব্রিজ। এই পাকা সেতুটি রয়েছে পাথারকান্দির ঝেরঝেরি জিপির ঝেরঝেরি লঙ্গাই বিট অফিস সংলগ্ন নদীর উপর।

স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমেকে জানান, মঙ্গলবার রাতে কয়দিনের টানা বৃষ্টিতে লঙ্গাই নদীর জল ফেঁপেফুলে উঠে। এতে রাত অনুমানিক ১২টায় জলের তোড়ে ব্রিজের বৃহৎ অংশ ভেঙে ভাসিয়ে নিয়ে যায়। ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় জনগণ। জনগণ জানান, কাজ চলছে এখনও সম্পূৰ্ণ শেষ হয়নি তারমধ্যে ব্রিজটি বন্যায় ভেঙে যায়। জনগণের অভিযোগ এটি অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে।বিগত প্রায় তিন মাস আগে বন্যার সময় ব্রিজের কিছু অংশ চেপে যায়।তখন থেকে কাজ বন্ধ রয়েছে।স্থানীয়দের কথায় নির্মাণ কাজ চলাকালীন সময় কাজের গুণগত মান নিয়ে দায়িত্ব প্রাপ্তদের অভিযোগ জানালে তাঁরা আমল দেননি। উপরন্তু আরও যুক্তি তর্ক দেখিয়ে কাজ সারেন। এবার ব্রিজটি পুরোপুরি ভাবে একাংশ ভেঙে পড়ে যায়। এ খবর সংগ্রহ অবধি কাজের ঠিকাদার বা বিভাগীয় কেও সরেজ‌মি‌নে আসেননি বলে জানিয়েছেন জনগণ।স্থানীয়রা ব্রিজ ভাঙা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের কথায় অনেক অনুনয় বিনয়ের পর বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পাল এটি মঞ্জুর করেছেন।

পাথারকান্দির ঝেরঝেরিতে জলের তোড়ে ভেসে গেল ফুট ব্রিজ
পাথারকান্দির ঝেরঝেরিতে জলের তোড়ে ভেসে গেল ফুট ব্রিজ

Author

Spread the News