ভুবন পাহাড়ে চলছে নাগা বিষ্ণু মন্দিরে মহোৎসব

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : ভুবন পাহাড়ে চলেছে এক ঐতিহাসিক সনাতনী নাগা সম্প্রদায়ের ৪৪তম বার্ষিক ধর্মীয় উৎসব। মহাশিবরাত্রির আগে, নাগা বিষ্ণু মন্দিরে চলছে পূজার্চনা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী পুজো। দু’দিনে  অসমসহ মণিপুর ও নাগাল্যান্ড থেকে হাজারো নাগা ভক্তরা এসেছেন।

পাহাড়ের পবিত্র ভূমিতে অবস্থিত নাগা বিষ্ণু মন্দির ও নাগা বিষ্ণু গুহা (নীল মাণ্ডব)। এই তীর্থযাত্রার অন্যতম আকর্ষণ “নাগা বিষ্ণু ক্যাভ” বা ‘মনিহরণ টানেল’ গুহা যা স্থানীয় লোক নীলমাণ্ডব বলেন। সেখানে রয়েছে এক প্রাকৃতিক শিবলিঙ্গ! লোককথায়, শ্রীকৃষ্ণ এখানে এসে হারানো মণি পুনরুদ্ধার করেছিলেন। ভাবতে পারেন, এমন এক ঐতিহাসিক স্থান, যা রহস্য ও ভক্তিতে পরিপূর্ণ!

ভুবন পাহাড়ে চলছে নাগা বিষ্ণু মন্দিরে মহোৎসব
ভুবন পাহাড়ে চলছে নাগা বিষ্ণু মন্দিরে মহোৎসব
Spread the News
error: Content is protected !!