ভূপেন হাজরিকা ফ্যান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠান শিললচরে
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : ড. ভূপেন হাজরিকা ফ্যান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শিলচর ইলোরা হেরিটেজ হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি সুকান্ত ভট্টাচার্য ও সুধা কন্ঠ ভূপেন হাজরিকার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুগশঙখ পত্রিকার গোষ্ঠীর কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ। সঙ্গে ছিলেন সাংবাদিক ও তথা ড ভূপেন হাজরিকা ফেনস অ্যাসোসিয়েশনের সভাপতি হারাণ দে ও উপ সভানেত্রী স্বর্ণালী চৌধুরী।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করে দেয়া ভাষণে বিজয় বাবু ভূপেন হাজারিকা র মত ক্ষনজন্মা পুরুষের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।