মোদি ম্যাজিকে মুগ্ধ গোটা ইউক্রেন

২৫ আগস্ট : মোদি ম্যাজিকে মুগ্ধ গোটা ইউক্রেন। যেভাবে শান্তির বার্তা নিয়ে তিনি এবার ইউক্রেন সফর করলেন তা দেখে কার্যত অবাক গোটা বিশ্ব। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিন দশক পর কোনও ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে গেল। কিভে এদিন প্রায় ৯ ঘন্টা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ১৯৯২ সালের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ইউক্রেন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতেই সেদেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভারত সফরে আসবনে বলেও আশাপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী।

যৌথ সাংবাদিক বৈঠক করে জেলেনেস্কি জানিয়েছেন ভারত সফর করতে পারলে তিনি আনন্দিত বোধ করবেন। ভারতের মত শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে ইউক্রেন লাভবান হবে বলেও জানান জেলেনেস্কি। দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেনকে আশ্বস্ত করেন মানবিকতার দিক থেকে ভারতের পক্ষ থেকে সবরকম সাহায্যই করা হবে। ভারত বরাবর কিয়েভের পাশে থাকবে।

পুতিন ঘনিষ্ঠতার তিক্ততা মেটাতে ‘আন্তরিক’ মোদিতে কার্যত মুগ্ধ জেলেনস্কি। যে আমেরিকাও মোদির রুশ সফর নিয়ে খানিকটা অসন্তোষ পুষে রেখেছিল, ইউক্রেন সফরে তাও মিটেছে। আমেরিকাও আশাপ্রকাশ করেছে, মোদি পারবেন দুদেশের যুদ্ধ মেটাতে। ওয়াকিবহাল মহলের মত, অত্যন্ত দক্ষ কূটনীতির মাধ্যমেই ভারতের প্রধানমন্ত্রী সব দিক রক্ষা করেছেন।
খবর : আজকাল ডট ইন।

মোদি ম্যাজিকে মুগ্ধ গোটা ইউক্রেন
মোদি ম্যাজিকে মুগ্ধ গোটা ইউক্রেন

Author

Spread the News