রুকনি নদীতে তলিয়ে গেল কয়েকটি বসতবাড়ি সহ বাঁধ
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : ধলাইয়ের ভাগাবাজার বনগ্ৰামে নদী ভাঙ্গনে জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
উল্লেখ্য, রুকনী নদীর করাল গ্রাসে বহু বসতি, বাড়িঘর এবং ফসল ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে। চান্নিঘাট ভাঙন এলাকায় ও দুলালগ্ৰামে কয়েক বছর আগে নদী ভাঙনে জনবসতিপূর্ণ এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে সরকারিভাবে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ হওয়ায় রক্ষা পাওয়া গেছে। তবে নতুন করে কিছু জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে।

কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার জিপির এলাকার বনগ্ৰামে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। এনিয়ে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজারে রুকনি নদীর ভাঙনে ইতিমধ্যে বেশ কয়েকটি বসত গৃহ, ইঅ্যান্ডডি বাঁধের কয়েক মিটার অংশ নদীতে তলিয়ে গিয়েছে। এছাড়া আরও কিছু বাড়িঘর নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রওয়াব আলি, বাদসা মিয়া, জমির আলি, মায়ারুন নেছা হায়দর আলি, ছয়ফুর রহমান লস্কর, মনু মিয়া, ককাই মিয়া, কানাই শীল, বেনাই শীল, আলিম উদ্দিন লস্কর প্রমুখ ব্যক্তির ফসল সহ বাড়িঘর নদীতে তলিয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগে।
সোমবার রাতব্যাপী ধারাবৃষ্টিতে ওই এলাকায় আবারও নদী ভাঙন শুরু হয়েছে। বনগ্ৰামের জিলেখা বিবি, আব্দুল হান্নান লস্কর, ইসলাম উদ্দিনরা জানান সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে তারা পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙ্গলে দেখেন ঘরের অর্ধেক অংশ নদীতে ভেঙে পড়েছে। কোনক্রমে শিশুদের নিয়ে এবং ঘরের আসবাবপত্র অন্যত্র সরিয়ে রাতযাপন করেন। এমন অবস্থায় গৃহহীন কয়েকটি পরিবারের মানুষ যাবেন কোথায় বলে প্রশ্ন তুলেন তারা। বর্তমানে বর্ষার মরসুম, ভারি বৃষ্টিপাতের ফলে বসত গৃহ নদীতে তলিয়ে যাওয়ার আশংকায় আতঙ্কিত রয়েছেন আরও অনেকে। নদী ভাঙন প্রতিরোধে বিহিত ব্যবস্থা গ্ৰহণের দাবি জানিয়েছেন আতঙ্কিত লোকজন।