বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০২৬ হবে ভিত্তি তারিখ। নির্বাচন কমিশন এই বিষয়ে সিইওকে একটি চিঠি পাঠিয়েছে।
খসড়া ভোটার তালিকা ২২ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে। দাবি ও আপত্তি ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে। বিহারের দুই দফা বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর, যেখানে সফলভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই অসমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অসম রাজ্যে ভোটার তালিকার ‘স্পেশ্যাল রিভিশন’ বা বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। এই প্রক্রিয়াটি বার্ষিক বিশেষ সার-সংক্ষেপ পুনর্বিবেচনার তুলনায় আরও বিস্তৃত হলেও সম্পূর্ণ বিশেষ ইন্টেনসিভ রিভিশন (SIR)-এর চেয়ে কিছুটা সীমিত পর্যায়ের।
নির্বাচন কমিশনের আদেশে উল্লেখ করা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা জরুরি। নির্দেশে বলা হয়েছে, “ভোটার তালিকা পুনর্বিবেচনা প্রকৃতপক্ষে খসড়া প্রকাশের মাধ্যমেই শুরু হয়। এর আগে বেশ কিছু প্রি-রিভিশন কার্যক্রম শেষ করা অপরিহার্য, যাতে উচ্চমানসম্পন্ন ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা যায়।”
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এক্স-এ তিনি লিখেছেন— “ভারত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অসম সরকার স্বাগত জানাচ্ছে। ০১.০১.২০২৬ তারিখকে ভিত্তি হিসেবে নির্ধারণ করে বিশেষ পুনর্বিবেচনা পরিচালনা করলে সকল যোগ্য নাগরিকের জন্য পরিষ্কার, হালনাগাদ ও সঠিক ভোটার তালিকা তৈরি নিশ্চিত হবে।”


