সাতসকালে মন্ত্রীর বাড়িতে অভিযান ইডির

২২ মার্চ : সাতসকালে ফের অ্যাকশনে ইডি (ED)। এবার পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি। সূত্রের খবর, গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই হানা।

সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে নেই মন্ত্রী। তিনি রয়েছেন মুরারইয়ের বাড়িতে। বর্তমানে নিচুপট্টির বাড়িতে রয়েছেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। এই ইডি হানা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। তিনি বলেন, “ভোট এসে গিয়েছে। নিয়ম করে রাজ্যের মন্ত্রীদের বাড়িতে ইডি, সিবিআই পাঠানো হচ্ছে। সবটা এতেই স্পষ্ট।” অর্থাৎ গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্র বলেই দাবি। প্রসঙ্গত, এদিন চেতলা,  নিউটাউন-সহ বেশ কয়েকটি এলাকায়ও হানা দিয়েছে ইডি।

Author

Spread the News