ঘরের ভেতরে ঢুকে পড়ল ডাম্পার, বরাতজোরে রক্ষা

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : রাজপথে ডাম্পার গাড়ির দৌরাত্ম বেড়েই চলেছে। ডাম্পার চালকদের কারণে রাজ্যে প্রতিদিন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির ডাম্পারের ভয়ে মানুষ রাস্তায় চলাফেরা করতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।

ডাম্পারদের দৌরাত্ম্যে বিপর্যস্ত এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বেশিরভাগ ডাম্পার দুর্ঘটনা ঘটালেও পরিবহন বিভাগ রহস্যজনকভাবে নীরব।

এবার উত্তর গুয়াহাটিতে ডাম্পার নিয়ে চালক ঘরের ভেতরে ঢুকে পড়লেন। শনিবার সকালে একটি দ্রুতগামী ডাম্পার পীতাম্বর শর্মার বাসভবনে ঢুকে পড়ে।

ঘরের ভেতরে ঢুকে পড়ল ডাম্পার, বরাতজোরে রক্ষা

জানা যায়, উত্তর গুয়াহাটির শিলসাঁকোতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। ডাম্পার প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে।  দুর্ঘটনার পর পরিবার তাদের বাড়িতে আটকা পড়ে। তবে দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান পীতাম্বর শর্মার পরিবার।

Author

Spread the News