কাবুগঞ্জে মাদক পাচারকারী-পুলিশের হাতাহাতি, আটক ২

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : গোপন খবরের ভিত্তিতে সোনাই পুলিশের এক অভিযানে ৫০.০২ গ্রাম সন্ধেহজনক হেরোইন সহ আটক করা হয় দুই যুবককে। পুলিশের কাছে মাদকদ্রব্য বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধৃত ২ পাচারকারী। শুক্রবার বিকাল সাড়ে ৩টা নাগাদ কাবুগঞ্জ বাজারের বারোমণি রোডে পশু নিলাম ঘরের সামনে মাদকদ্রব্য বিক্রির জন্য একদল পাচারকারী সাধারণ পোশাক পরিধান করা পুলিশের সঙ্গে লেনদেন করতে গিয়ে টের পেয়ে যায়। তখন শুরু হয় ধস্তাধস্তি ও পুলিশের উপর আক্রমণ। এতে এক পুলিশ কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুই পুলিশকর্মী সামনে থাকলে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা ছিলেন গোপনে। মারধরকে প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বের হলেও কেউ তাদের সাহায্য করতে আসেননি। পরে এক স্থানীয় যুবক তাদের সাহায্য করেন।

এদিকে, আহত অবস্থায় পুলিশ কর্মী এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন এবং অন্যজন আরেক পাচারকারীকে আটক করেন। এঘটনার খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক দুই পাচারকারী হল নগদীরগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা জাহির লস্কর (২২) এবং নরসিংহপুর তৃতীয় খণ্ডের  আসিক উদ্দিন লস্কর (১৮)।

কাবুগঞ্জে মাদক পাচারকারী-পুলিশের হাতাহাতি, আটক ২

Author

Spread the News