মাহুরে পাহাড় কাটতে গিয়ে ভূমি ধসে মৃত্যু এক বৃদ্ধ সহ এক্সকেবেটরের চালক
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : ভয়ঙ্কর ঘটনা ডিমা হাসাওয়ে ঘটল। ভূমি ধসে প্রাণ হারালেন দু’জন ব্যক্তি। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মাহুরের হাংরুমে ঘটনা সংঘটিত হয়। জানা যায়, জেলা ডিমা হাসাওয়ের মাহুর থেকে মণিপুরের তামেংলং পর্যন্ত ভারতমালা প্রকল্পের চারলেন সড়ক নির্মানের কাজ চলছে। এনএইচআইডিসিএলের অধীনে অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার শ্রমিকরা এস্কেবেটর দিয়ে পাহাড় কাটছিল তখনই এ ঘটনা ঘটেছে। আর এতেই হুয়াজেনগাম্বে নৃয়ামে ৭০ বছরের এক বৃদ্ধ এবং এস্কেবেটরের চালক লখিমপুরের বাসিন্দা ফেরন টিগা (৩৯) প্রাণ হারান। আহত পাঁচজনের মধ্যে নির্মাণ সংস্থার কর্মীও রয়েছেন। ভূমি ধসে রাস্তার পাশে থাকা পাঁচটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে, ভূমি ধসে আহততে হাংরুম থেকে গাড়ি করে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা যায়।